২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র কবিতা : ঐকতান

-

সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘কবিতা : ঐকতান’ থেকে আরো ১২টি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : ‘চিত্রময়ী বর্ণার বাণী’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর : পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যের সম্পদ হিসেবে।
প্রশ্ন : বহু সুরের সমন্বয়ে এক সুরে বাঁধাকে কী বলে?
উত্তর : ঐকতান।
প্রশ্ন : কবির কোনটিকে ঘাটতি রয়ে গেছে?
উত্তর : কাব্য সঙ্গীতের ক্ষেত্রে স্বরসাধনায়।
প্রশ্ন : ‘বাতায়ন’ অর্থ কী?
উত্তর : ‘বাতায়ন’ অর্থ জানালা।
প্রশ্ন : কবির জ্ঞানের দীনতা কোথায়?
উত্তর : কবির জ্ঞানের দীনতা আপনার মনে।
প্রশ্ন : কবি অক্ষয় উৎসাহে কী করেন?
উত্তর : কবি অক্ষয় উৎসাহে ভ্রমণ বৃত্তান্ত পড়েন।
প্রশ্ন : কবি কোনটিকে চিত্রময়ী বলেছেন?
উত্তর : বর্ণনার বাণীকে।
প্রশ্ন : কবি নিজের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করে কী দিয়ে?
উত্তর : ভিক্ষালব্ধ ধনে।
প্রশ্ন : কবি কাদের সঙ্গ পান?
উত্তর : কবি সবাকার সঙ্গ পান।
প্রশ্ন : কবি সবার সঙ্গ লাভের সাথে আর কী লাভ করেন?
উত্তর : আনন্দের ভোগ কবি সবার সঙ্গ লাভের সাথে।
প্রশ্ন : কবি সর্বত্র প্রবেশের কী পাননি?
উত্তর : কবি সর্বত্র প্রবেশের দ্বার পাননি।
প্রশ্ন : তাঁতির কাজ কী?
উত্তর : তাঁতির কাজ তাঁত বোনা।


আরো সংবাদ



premium cement